শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালকরণ

ছাড়া "ডিজিটাল বাংলাদেশ"-এর

পরিপূর্ণতা শতভাগ অসম্ভব !

এবার নিজ LOGO আর NAME দিয়ে হবে
যার যার Mobile APP ও Desktop APP
দেশজুড়ে হাতে হাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে
এই প্রথম ডিজিটাল বাংলাদেশে

SDG-এর ৪ নম্বর লক্ষ্য

"উন্নত মানের শিক্ষা" অর্জনে

চাই ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান

এবার নিজ LOGO আর NAME দিয়ে হবে
যার যার Mobile APP ও Desktop APP
দেশজুড়ে হাতে হাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে
এই প্রথম ডিজিটাল বাংলাদেশে

এখান থেকেই শুরু হবে

বিশ্বমানের উন্নত পদ্ধতির

ব্লেন্ডেড লার্নিং অনুশীলন

এবার নিজ LOGO আর NAME দিয়ে হবে
যার যার Mobile APP ও Desktop APP
দেশজুড়ে হাতে হাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে
এই প্রথম ডিজিটাল বাংলাদেশে

আজই অফিসিয়াল ইমেইল দিয়ে

নিবন্ধন ফরম পূরণ করে

শুরু করুন ডিজিটাল কার্যক্রম

এবার নিজ LOGO আর NAME দিয়ে হবে
যার যার Mobile APP ও Desktop APP
দেশজুড়ে হাতে হাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে
এই প্রথম ডিজিটাল বাংলাদেশে

ডোমেইন (ফ্রি) এবং ওয়েবসাইট সেবার নিবন্ধন ফরম
সতর্কতাঃ নিচের ফরমটি সম্পূর্ণ ইংরেজিতে পূরণ আবশ্যক

নির্বাচন করুন
www. .bd.education



ডিজিটাল ভিশন


বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও একাডেমিক দায়িত্ব প্রাপ্ত শিক্ষকবৃন্দ সবাইকে Edu Systems -এর পক্ষ থেকে ডিজিটাল শুভেচ্ছা। আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকার নিবন্ধিত সেইসাথে EIMS Code ও EIIN প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে লক্ষাধিক।


বাংলাদেশের প্রথম "ইন্টেলিজেন্ট ডিজিটাল IMS প্লাটফর্ম" হিসেবে ২০২১ সাল থেকে Edu Systems (WWW.BD.EDUCATION) ফ্রি ডোমেইন, ওয়েব ডিজাইন, সার্ভার হোস্টিং ও টেকনিক্যাল মেইনটেনেন্স ইত্যাদির ঝামেলা এবং ব্যয়ভার এড়িয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থায় সমুন্নত রাখতে অত্যন্ত সামান্য খরচে ওয়েবসাইট ও সফ্টওয়্যার সেবা প্রদান করে আসছে।


Edu Systems প্রদত্ত ওয়েবসাইট এবং সফ্টওয়্যার সার্ভিসটি মোবাইল বাটন ক্লিক করে লগইন করে নিজের কন্টেন্ট আপলোড করে ওয়েবসাইট চালু করার তাৎক্ষণিক "ওয়ানস্টপ" সুবিধা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে যেমন আধুনিক প্রযুক্তিতে এগিয়ে নেবে সেইসাথে শিক্ষাকে আন্তর্জাতিক মানদন্ডে SDG 4 তথা "উন্নত মানের শিক্ষা" অর্জনে সক্ষম হবে বলে আমাদের প্রত্যাশা।

ডিজিটালে রূপান্তরিত শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

উপরে ভাসমান LOGO ক্লিক করে ফিডব্যাক পড়ুন ও শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন

প্রযুক্তি বিশেষত্ব

এক নজরে Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের বিশেষত্ব

ভিডিও লাইভ ক্লাস

ছাত্র-ছাত্রীদের অটো-এক্সেস হাজিরা সহকারে অনলাইন ক্লাস

টিউশন ফি

বকেয়াসহ ছাত্র-ছাত্রীদের সকল টিউশন ফি তৈরি এবং অনলাইন/অফলাইন পেমেন্ট

পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট

অনলাইন /অফলাইন -এ সিকিউরিটি ক্যামেরা অটোভিউ পরীক্ষা গ্রহণ, এসেসমেন্ট ও রিপোর্টকার্ডসহ ট্যাবুলেশন-শিট

এসাইনমেন্ট

টিচার একাউন্ট থেকে অটো এসাইনমেন্ট তৈরি, ছাত্র-ছাত্রীর সাবমিশন ও রিভিউ

কার্যদিবস হাজিরা

ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্টাফদের হাজিরা গ্রহণ পূর্বক রেজাল্ট ও পেরোল -এ প্রয়োগ

এসএমএস সেবা

সেলফ সার্ভিসে তাৎক্ষণিক এসএমএস ক্রয় ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার সুবিধা

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের সুবিধাসমূহঃ

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সহজেই ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকের সমস্ত তথ্য সংরক্ষণ করতে পারবে। ছাত্র-ছাত্রীদের নম্বরপত্র, উপস্থিতি-অনুপস্থিতি, বেতন-ভাতার হিসাব, সিলেবাস প্রভৃতি বিষয় সহজেই সম্পন্ন করা যায়।

Edu Syatems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের ফলে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহজেই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, পরস্পরের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তাতে করে প্রতিষ্ঠানের সব ধরনের আপডেট সবাই একসাথে শেয়ার করতে পারে, জানতে পারে এবং এ বিষয়ে আলোচনা করতে পারে।

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের ফলে সকল শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের তথ্য অনায়াসেই পর্যবেক্ষণ সম্ভব।

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার সবসময়ই তার ব্যবহারকারীদেরকে সফটওয়্যার ব্যবহারের পূর্ণ স্বাধীনতা প্রদান করে থাকে। আর এই স্বাধীনতা দেওয়ার মতো করেই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য তার নিজস্ব চাহিদানুযায়ী সফটওয়্যার কাস্টমাইজ করে নির্মাণ করা হয়।

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের ফলে ওই প্রতিষ্ঠানের প্রশাসক শক্তিশালীভাবে রিয়েল-টাইম রিপোর্টিং টুল ব্যবহার করতে পারে, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সব ধরনের রেকর্ড পর্যবেক্ষণ করতে পারে। পূর্ববর্তী ও বর্তমান পরীক্ষার ফলাফলসহ যাবতীয় বিষয় অনায়াসে পর্যবেক্ষণ করতে পারে। এর মাধ্যমে টিউশন ট্র্যাকিং ও পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ করা যায়। প্রতিষ্ঠানের যাবতীয় অনুষ্ঠানসূচির কাজও করা যায়। নতুন নোটিশ ঘোষণা করা যায়, যা খুব সহজেই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের কাছে পৌঁছে যায়। যোগাযোগের ঠিকানাও এই সফটওয়্যারে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি আইডি কার্ডের কাজও এই সফটওয়্যারে খুব সহজে করা যায়।

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের ফলে প্রশিক্ষকরা তাদের গ্রেড বুক, লগ অ্যাটেন্ডেন্স, প্রোগ্রেস রিপোর্ট নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি ক্লাসের মধ্যেই একটি অনলাইন গ্রুপ তৈরি করা যায়।

Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার একাডেমিক রিপোর্ট, উপস্থিতি-অনুপস্থিতি, মাসিক পরীক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারে। অনলাইনে বসেই নিজের কোর্স ও ক্লাসের পড়া অনুলিখন করতে পারে। অনলাইনেই ওই প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন সম্পন্ন করতে পারে। শিক্ষার্থীরা ক্লাসের স্লাইডশোও তৈরি করতে পারে।

প্রশ্নোত্তর

আপনার মনের প্রশ্নগুলির উত্তর খুঁজুন।

  • Edu Systems -এর রয়েছে সুবর্ণজয়ন্তী কর্ণার সহ সরকারি তথ্যপ্রযুক্তির কাঠামো অনুযায়ী মোবাইল ফিট আধুনিক ও প্রাতিষ্ঠানিক সমুদয় তথ্য সমৃদ্ধ একটি রেডি ডাইনামিক ওয়েবসাইট।
  • সেইসাথে Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার যা আপনাকে ছাত্র-ছাত্রীর তথ্য, অভিভাবকের তথ্য, অ্যাডমিন তথ্য, শিক্ষকদের তথ্য, স্টাফদের তথ্য, উপস্থিতি রিপোর্ট, মাসিক ফি ইনভয়েস ও পেমেন্ট রিপোর্ট, এসএমএস সার্ভিস, ক্লাস রুটিন, সকল পরীক্ষার ফলাফল তৈরি ও রিপোর্ট কার্ড, আইডি কার্ড, অনলাইন ক্লাস, অনলাইন এসাইনমেন্ট, অনলাইন পরীক্ষা, একাউন্টিং রিপোর্ট, লাইব্রেরি রিপোর্ট, ট্রান্সপোর্ট রিপোর্ট, হোস্টেল তথ্য, নোটিশবোর্ড তৈরি সহ আরো অনেক চাহিদা মিটাবে।


  • প্রথমে Edu Systems ওয়েবসাইটে দেয়া ফরমের মাধ্যমে আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করুন।

  •  তারপর ফরমে দেয়া আপনার সঠিক ইমেইলের মাধ্যমে আপনার একাউন্ট ভেরিফিকেশনের কাজটি সফলভাবে সম্পন্ন করে ৩ কার্যদিবস অপেক্ষা করুন।

  •  Edu Systems এর মোবাইল কল রিসিভ করুন এবং প্রয়োজনীয় আরও তথ্য দিয়ে সিস্টেম সেট-আপ এর জন্য আপনার চাহিদা জানিয়ে সহায়তা করুন।
  •  আপনার ইমেলের দিকে নজর রাখুন পরবর্তী নির্দেশনা ও এক্সেস পাসওয়ার্ডের জন্য।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কার্যক্রম সম্পন্ন না হলে আপনার সমস্যা জানিয়ে support@bd.education এ ইমেইল করুন।

  • Quick Contact -এ ক্লিক করে ফরম যথাযতভাবে পূরণ করে নিচের SUBMIT বাটনে ক্লিক করে প্রেরণ করে দিন।

  • প্রথমে Edu Systems মাধ্যমে প্রাপ্ত আপনার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট যে ব্রাউজার থেকে ওপেন করুন।
  • তারপর লক্ষ্য করুন আপনার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উপরিভাগে My APP  বাটনে ক্লিক করলেই একটি লগইন পেইজ পাবেন।
  •  এবার প্রাপ্ত লগইন পেইজে প্রদত্ত লগইন বক্সে আপনার গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে নিচের LOGIN বাটনে ক্লিক করলেই আপনি সফলভাবে Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন।


  • প্রথমে Edu Systems মাধ্যমে প্রাপ্ত আপনার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট যে কোন ব্রাউজার (তবে Google Chrome অগ্রগণ্য) থেকে ওপেন করুন।
  • তারপর লক্ষ্য করুন আপনার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উপরিভাগে My APP বাটনে ক্লিক করলেই একটি লগইন পেইজ পাবেন।
  • এবার যেহেতু আপনার পাসওর্য়াডটি ভুলে গেছেন তাই লগইন পেইজের লগইন বক্সের নিচের দিকে Forget Password লেখাটিতে ক্লিক করুন।
  • এবার Reset Password নামে একটি Pop Up বক্স পাবেন এবং সেখানে আপনার ইমেইল আইডি (সফটওয়্যারে রেজিস্ট্রেশন ফরমে দেয়া ও একাউন্ট ভেরিফাইড ইমেইল আইডি) সঠিকভাবে লিখে বাটনে ক্লিক করুন।
  • ২-৩ মিনিট পর আপনার ইমেইলে প্রবেশ করুন এবং support@bd.education থেকে আসা Reset Password ইমেইলটি খুঁজে নিয়ে সেখানে ক্লিক করুন এবং ইমেইল পেইজে দেখুন Reset Password বাটন ও তার নিচে একটি লিংক দেয়া আছে। যেকোন একটিতে ক্লিক করলেই আপনি Reset Password বক্স পাবেন আর সেখানে আপনি আপনার নতুন গোপনীয় পাসওর্য়াড পরপর দুইবার ( New Password & Confirm Password) লিখে SUBMIT বাটনে ক্লিক করলেই আপনি সফলভাবে নতুন করে Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারে প্রবেশ করতে পারবেন।
  • আবার কখনো পাসওয়ার্ড ভুলে গেলে উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে পুনরায় Reset করে নিন।


  • খুব সহজেই করা যাবে কারণ এর জন্য রয়েছে Edu Systems শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের ওয়ান-স্টপ সার্ভিস।

  • তাই যথাযতভাবে লগইন করে সফটওয়্যারের ভিতর প্রবেশ করলেই ওয়েবসাইট সেট-আপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার জন্য প্রস্তুতকৃত ওয়েবসাইটে 'সুবর্ণজয়ন্তী কর্নার' স্থাপন করাই আছে। আপনি শুধু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী সংক্রান্ত কর্মসূচী অনুযায়ী অনুষ্ঠানের বিবরণ ও ফটো ওয়েবসাইটের সেটিংস-এ সুবর্ণজয়ন্তী কর্নার মেনুতে ক্লিক করে নির্ধারিত পেইজে গিয়ে খুব সহজেই আপলোড করতে পারবেন।

অবশ্যই হবে ! এখন থেকে অন্য কোন কোম্পানির Mobile App -এর উপর নির্ভর করতে হবে না কারণ সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব "Mobile App ও Desktop App" তৈরি করে দিচ্ছে ডিজিটাল বাংলাদেশে এই প্রথম Edu Systems! বিশ্বাস না হলে শুধু www.bd.education -এর মাধ্যমে নিবন্ধন করে আমাদের ডিজিটাল সার্ভিসটি একবার চালু করে পরখ করে নিন।

জ্বী হ্যা ! যার যার ডিভাইস অনুযায়ী "Mobile App" বা "Desktop App" ইনস্টল করলেই সবাই দেখতে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের লোগো ও নামে স্বপ্নের App আবার ডিলিট বা আনইনস্টল হয়ে গেলে পুনঃরায় ইনস্টল করে নেয়া যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু কমপক্ষে ১টি প্রফেশনাল ও ডায়নামিক ওয়েবসাইট সরকারি নির্দেশনা অনুযায়ী বাধ্যতামূলক তাই এই ধরণের মাল্টিপারপাসফুল ওয়েবসাইট ম্যানেজ করতে আবশ্যক শক্তিশালী ব্যাকেন্ড ইঞ্জিন যেখানে আরও ভিন্নভিন্ন সার্ভিস ম্যানেজ করার জন্য কতিপয় মডিউল যা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বয়ংক্রিয় ভাবে করতে সহায়তা করে এবং শিক্ষক মন্ডলীর কর্মশক্তি ও দক্ষতা বাড়ায়। আবার শিক্ষার্থীর জন্য একাডেমিক অনলাইন/ক্যাম্পাস এক্টিভিটিস ও অভিভাবকের জন্য তথ্যপ্রবাহের ব্যাপক সুবিধায় ভরপুর শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়েবসাইটে "ডাউনলোড অ্যাপ" বাটনে ক্লিক করলেই নিজস্ব "Mobile App ও Desktop App" ইনস্টল করার অপশন চলে আসবে।